নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিধি বহির্ভূতভাবে সার বিক্রির অভিযোগে এক ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলার রিশিকুল ইউনিয়নের নোন্দাপুর মহালেন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শামসুল ইসলাম সোমবার এ অভিযান পরিচালনা করেন। এ সময় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী অভিযুক্ত সার ডিলারকে দণ্ড প্রদান করা হয়।
অভিযানে মোট ৬০ বস্তা সার জব্দ করা হয়। জব্দকৃত সার কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে কৃষক পর্যায়ে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম।
অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রসিকিউশন পরিচালনা করেন এবং কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্র নিরাপত্তায় সহযোগিতা প্রদান করে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম বলেন, “কৃষকদের অধিকার সংরক্ষণে সরকার কঠোর অবস্থানে আছে। কোনোভাবেই সার নিয়ে কারসাজি বা বিধি বহির্ভূত বাণিজ্য বরদাস্ত করা হবে না।”
সম্পাদক ও প্রকাশক: মো লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা (০১) উপদেষ্টা : এ্যাডঃ আসাদ উদ্দিন
ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উপদেষ্টা
এম দুলাল উদ্দিন আহমেদ ও মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান কার্যালয় : সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বার : ০১৭১১৪৫৪০১৮
মেইল :daliyalokitosolanganews@gmail.com
Design & Development By HosterCube Ltd.