নিজস্ব প্রতিবেদ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটী ইউনিয়নের মোয়াকোলা ঈদগাহ মাঠসংলগ্ন হুরাসাগর নদী থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার আগে স্থানীয় আসাদুল নামের এক ব্যক্তি নদীতে কচুরিপানা কাটার সময় হঠাৎই এক ব্যক্তিকে বস্ত্রবিহীন অবস্থায় সাঁতার কাটতে দেখেন। মুহূর্তের মধ্যে তিনি ডুবে গেলে আসাদুল চিৎকার শুরু করেন। পরে আশপাশের আরও কয়েকজন লোক এগিয়ে এসে খোঁজাখুঁজির মাধ্যমে মরদেহটি উদ্ধার করেন।
পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডুবে যাওয়া ওই অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে মরদেহের পরিচয় শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা (০১) উপদেষ্টা : এ্যাডঃ আসাদ উদ্দিন
ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উপদেষ্টা
এম দুলাল উদ্দিন আহমেদ ও মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান কার্যালয় : সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বার : ০১৭১১৪৫৪০১৮
মেইল :daliyalokitosolanganews@gmail.com
Design & Development By HosterCube Ltd.