নিজস্ব প্রতিনিধি।
ঢাকা–বগুড়া মহাসড়কের ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নিয়মিত সংঘটিত দুর্ঘটনা প্রতিরোধে সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
সভায় সড়ক ও জনপদ বিভাগের (সাসেক প্রকল্প–২) উপ–প্রকল্প ব্যবস্থাপক মো. সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. নেজামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, গণমাধ্যম কর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় মহাসড়কের ওই স্থানে পাশের রাস্তা খুলে দেওয়া, সড়কের গাছ অপসারণ ও রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।
সভায় সড়ক ও জনপদ বিভাগ (সাসেক প্রকল্প–২) এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা–কর্মচারী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় সচেতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা (০১) উপদেষ্টা : এ্যাডঃ আসাদ উদ্দিন
ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উপদেষ্টা
এম দুলাল উদ্দিন আহমেদ ও মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান কার্যালয় : সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বার : ০১৭১১৪৫৪০১৮
মেইল :daliyalokitosolanganews@gmail.com
Design & Development By HosterCube Ltd.