হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে ০৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়।আটককৃতরা হলেন, মানিকনগর গ্রামের শহিদ মোড়লের পুত্র বিল্লাল (৪০), একই গ্রামের আ. মান্নানের পুত্র মো. সাইফুল ইসলাম ও ছোট নবাবপুর গ্রামের শহিদ শেখের পুত্র মুজিবর শেখ (৩৫)।
রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটককৃতদের বিরুদ্ধ আরো অভিযোগ রয়েছে। তারা নিয়মিত মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এদের সাথে আরো কিছু কারবারি ও প্রভাবশালী সেবনকারীর নাম পাওয়া গেছে, তাদের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা (০১) উপদেষ্টা : এ্যাডঃ আসাদ উদ্দিন
ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উপদেষ্টা
এম দুলাল উদ্দিন আহমেদ ও মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান কার্যালয় : সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বার : ০১৭১১৪৫৪০১৮
মেইল :daliyalokitosolanganews@gmail.com
Design & Development By HosterCube Ltd.