দিপু মন্ডল প্রতিনিধি-যশোর
যশোরের মনিরামপুর টু নওয়াপাড়া সড়কের বেহাল দশা। হোগলাডাঙ্গা দাসপাড়া হতে হাজিরহাট বাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা।
দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় আঞ্চলিক মহাসড়কের অবস্থা বেহাল দশা হয়ে পড়েছে। ভাঙা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে স্কুল কলেজ পড়া শিক্ষার্থীদের। বেহাল সড়ক দিয়ে যাতায়াতে প্রতিনিয়ত চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এ এলাকার চালক ও যাত্রীরা। খানাখন্দে ভরপুর এ সড়কটি যাত্রী ও চালকদের জন্য দুর্ভোগের কারণ হয়ে পড়েছে। বর্ষা কাল শুরু হতেই হোগলাডাঙ্গা দাসপাড়া হইতে হাজিরহাট বাজার পর্যন্ত ধাপে ধাপে রয়েছে ছোট বড় গর্ত। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীগন ও যানবাহন।
এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষ চলাফেরা সহ শতশত যানবাহন যাতায়াত করে।পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন, তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বিশেষ করে রাতে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।এ নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক।
অটোচালক ঠাকুর দাস মল্লিক বলেন, এই সড়কে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি।
ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়। অটো থেকে যাত্রীদের নামিয় রাস্তা পার হতে হয়।পেটের দায়ে গাড়ি নিয়ে বের হতে হয়। ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চালাতে মন চায়না কিন্তু নিরুপায় হয়ে আমাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। ভাঙ্গাচোরা রাস্তায় গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছে।বড় বড় ঝাঁকুনিতে দুই একদিন পরপর গাড়ীর এই সমস্যা সেই সমস্যা দেখা দেয়।
পথচারী মোঃ রেজাউল করিম বলেন, গ্রাম, হতে যশোর শহরে যেতে এ রাস্তা দিয়ে যেতে হয় অনেক কষ্ট পোহাতে হয়। হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে মনিরামপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা (এলজিইডি) ফয়সাল আহমেদ বলেন, রাস্তাটি অনেক খারাপ অবস্থা।স্কিমের প্রকল্পের বরাদ্দ এখনো পাইনি অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।আশা করি এ বছরেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো লুৎফর রহমান লিটন
প্রধান উপদেষ্টা (০১) উপদেষ্টা : এ্যাডঃ আসাদ উদ্দিন
ডেপুটি এ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
উপদেষ্টা
এম দুলাল উদ্দিন আহমেদ ও মোঃ মিজানুর রহমান মিজান।
প্রধান কার্যালয় : সলংগা ৬৭২১সিরাজগঞ্জ।
মোবাইল নাম্বার : ০১৭১১৪৫৪০১৮
মেইল :daliyalokitosolanganews@gmail.com
Design & Development By HosterCube Ltd.