
কাওছার মিয়া দিপু
স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়া কাহালু উপজেলা ২ নং কালাই ইউনিয়ন ২নং ওয়ার্ডের, কার্ডধারি ব্যাক্তির চাল উত্তোলন করে নিজেই ভোগ করেছেন মেম্বার আঃ গনি।
জানা যায় কালাই ইউনিয়ন পরিষদ ভিডাব্লিউবি কার্ডধারি ব্যাক্তির নাম ব্যাবহার করে নিজেই চাল উত্তোলন করে। যাহা সেই ব্যাক্তি নিজে জানে না। পরে সে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন। ২নং ওয়ার্ডের তুলি আকতার ও সুজিনার, চাল আত্মসাৎ করা হয়। তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা, কিন্তু তারা সেটি পায়না। মেম্বার আঃ গনি নিজেই সে চাল তোলে। এবং মেম্বার আঃ গনি একই পরিবার থেকে ৬ জন ব্যাক্তির নামে ভিডব্লিউবি কার্ড করে দেন। সেখানে তার তিন ছেলে, জামাই, ভাতিজি ও ভাতিজার নামে কার্ড করে। সাধারণ গরিব মানুষ সেখান থেকে বঞ্চিত হয়। তার কাছে ওয়ার্ডের যে ব্যাক্তি কার্ড করতে যায়, টাকা ছাড়া কোন কাজ হয়না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবিব এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করতে গেলে, তিনি জানান এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।