
জস্ব প্রতিবেদক।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজাকে সামনে রেখে মন্ত্রণালয় ও পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া বিভিন্ন নির্দেশনা এবং করণীয়-বর্জন বিষয়ে একটি প্রেজেন্টেশন দেখানো হয়। এরপর পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বক্তব্য শোনেন।
শেষে আইন-শৃঙ্খলা বিষয়ে পূজা উদযাপন পরিষদের জেলা ও থানা পর্যায়ের সভাপতি এবং সেক্রেটারিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয়সহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মো. ফারুক হোসেন।
মতবিনিময় সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা, অলক কুমার, হীরক গুণসহ বিভিন্ন উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।