
নিজস্ব প্রতিনিধি।
বৈদ্যুতিক শর্ট সার্কিটে বাড়িঘর পুড়ে নিঃস্ব চা দোকানী মো. আজিমের পাশে দাঁড়ালের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। ক্ষতিগ্রস্থ আজিম স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল গ্রামে আব্দুল আজিম’র বাড়ীতে যান সাইদুর রহমান বাচ্চু। এ সময় আজিম ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
ক্ষতিগ্রস্থ পরিবারটিকে শান্তনা দিয়ে সাইদুর রহমান বাচ্চু বলেন, আজিম আমাদের দলের নিবেদিত প্রান কর্মী। তার বাড়ী এভাবে পুড়ে ভস্মিত হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি। তার পাশে আমরা বিএনপি পরিবার আছি। আল্লাহ যেনো তাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-দফতর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক, সহ- প্রকাশনা সম্পাদক শামসুল ইসলাম, শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মনজুর আলম তালুকদার মজ্নু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জের সমন্বয়র মুনতাসীর মেহেদী, শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম টুপা, সাবেক সাধারণ সম্পাদক নুর ই আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জিব্রাইল হোসেনসহ সদর উপজেলা বিএনপি ও শিয়ালকোল ইউনিয়ন বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে আজিমের ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয়ে জনতার কণ্ঠ.কমসহ বিভিন্ন মিডিয়া সংবাদ প্রকাশ হয়।
বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র নির্দেশে আজিমের বাড়িতে ছুটে যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।