
নিজস্ব প্রতিবেদন।
টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা বার্ষিক পরিদর্শন করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। পরিদর্শনকালে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রেজিস্টারসমূহের সংরক্ষণ, মালখানা ও হাজতখানার অবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি ও সেবার মানসহ থানার বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং এ সংক্রান্তে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি থানাকে সেবামুখী ও জন গনের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঘাটাইল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।